October 5, 2025

মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে ডুয়ার্স থেকে পায়ে হেটে কোলকাতা

সোমালিয়া সংবাদ, নদীয়া: বাংলার মুখ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের কাজের জন্য কৃতজ্ঞতা জানাতে ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কোলকাতা যাচ্ছেন এক ব্যক্তি। যাবার পথে নদীয়ার রানাঘাটে সৌজন্য সাক্ষতে রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে। বুকে আঁকা মমতা ব্যানার্জির ছবি আর তাতে লেখা বীরনগরী অঞ্চল তৃণমূলের সৈনিক। রোদ-বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জল কাদা ভেঙে দীর্ঘ 700 কিলোমিটার পায়ে হেঁটে চললেন।জলপাইগুড়ি ডুয়ার্সের বানারহাট ব্লকের বীরনগরী অঞ্চলের বাসিন্দা শংকর ভট্টাচার্য্য। মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে জলপাইগুড়ি ডুয়ার্স থেকে 15 ই জুন রওনা দেন তিনি। দীর্ঘ 26 দিন ধরে জাতীয় সড়ক ধরে পায়ে হেটে শংকরবাবু রানাঘাটে পৌঁছান। শঙ্করবাবুর বক্তব্য, মমতা ব্যানার্জির নানান উন্নয়নমূলক প্রকল্পে উত্তরবঙ্গ জলপাইগুড়ি, ডুয়ার্স অনেক উপকৃত হয়েছে। তাই তিনি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে কালীঘাটে মমতা ব্যানার্জির সাথে দেখা করতে চললেন। আরও জানান, তিনি ডুয়ার্স থেকে মাটি এনেছেন। এই মাটি মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়ে বলবেন এই মাটি যেন আলাদা না হয়, ডুয়ার্স যেন ভাগ না হয়।

Loading