October 5, 2025

চিনা সেনা বাহিনীর মোকাবিলা করতে তৎপর ভারতীয় সেনাবাহিনী

সোমালিয়া ওয়েব নিউজ: চিনা সেনা বাহিনীর মোকাবিলার জন্য ভারতীয় সেনা বাহিনী তৎপর হয়ে উঠেছে। চিনা ভাষা রপ্ত করা থেকে শুরু করে ভারতীয় সেনা বাহিনীর প্রতিটি বিভাগ শক্তিশালি করা হচ্ছে বলে জানা গিয়েছে। অধিকাংশ চিনা নাগরিকের ভাষা মান্দারিনে দক্ষ হয়ে উঠতে চেষ্টার কসুর করছে না ভারতীয় সেনা। সীমান্ত-দ্বৈরথের প্রেক্ষিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি বাড়ানো এবং বিভিন্ন বৈঠকে চিনা সেনার ভাবগতিক আরও স্পষ্ট ভাবে বোঝার লক্ষ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই কৌশল। বিশেষ সূত্রের দাবি, চিন সীমান্তের পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে ভারতীয় সেনার অফিসারদের মান্দারিনে দক্ষ করে তোলা হচ্ছে। মোটের উপরে বাহিনীতে মান্দারিন জানা জওয়ান-অফিসারের সংখ্যা বাড়ানোই সেনার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সেনার জুনিয়র কমিশনড অফিসার থেকে থেকে সিনিয়র অফিসারদের অনেকেই মান্দারিন ভাল মতো আয়ত্ত করে ফেলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রটির দাবি। সেনার নর্দার্ন, ইস্টার্ন এবং সেন্ট্রাল কমান্ডের ভাষা-শিক্ষার স্কুলগুলিতে মান্দারিনের নানা রকম কোর্স চলছে। মান্দারিন লেখা পড়তে কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হচ্ছে। সবমিলিয়ে চিনা সেনাবাহিনীর মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা।

Loading