সোমালিয়া ওয়েব নিউজ: ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সাংসদদের জন্য এমন একগুচ্ছ শব্দতালিকা প্রকাশ করা হল লোকসভা সচিবালয়ের তরফে, সংসদে যার প্রয়োগ এবার থেকে নিষিদ্ধ। ‘অসংসদীয়’ শব্দের একটি তালিকা সর্বসমক্ষে আনা হয়েছে, নিয়ম অনুযায়ী সাংসদরা যা লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন চলাকালীন উচ্চারণ করতে পারবেন না। উল্লেখ্য, সংসদে নিষিদ্ধ শব্দের তালিকায় যে সমস্ত শব্দ এবং শব্দবন্ধ রয়েছে, তার মধ্যে বেশিরভাগই ইতিপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবহার করেছেন বিরোধীরা। মনে করা হচ্ছে সেকারণেই সাংসদদের মুখে ‘লাগাম পরাতে’ সক্রিয় হল মোদি সরকার।এই নিষিদ্ধ শব্দের তালিকায় রয়েছে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতোশব্দ। তাছাড়াও সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’, ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ প্রভৃতি শব্দের প্রয়োগও নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু ইংরেজি শব্দের প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেমন ‘ব্লাডশেড’, ‘চেলাস’, ‘চামচা’, ‘চামচাগিরি’, ‘ক্রোকোডাইল টিয়ার্স’ প্রভৃতি। হিন্দির তালিকায় রয়েছে ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর