October 5, 2025

হেলমেট ছাড়াই বাইক মিছিল বিজেপি রাজ্য সভাপতির

সোমালিয়া সংবাদ, আরামবাগ: পথ নিরাপত্তা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়াই বাইক ছুটিয়ে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বিকেলে আরামবাগ শহরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে তাঁকে এভাবেই আইন ভাঙতে দেখা গেল। আরামবাগ পুরসভার বাসুদেবপুর এলাকা থেকে বাইক মিছিল করে তিনি ২ কিলোমিটার দূরে দৌলতপুরে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা দলীয় কার্যালয়ে পৌঁছলেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক বিমান ঘোষ, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরিন্দম পাল সহ অন্যান্য বিধায়ক ও কার্যকর্তারা। কারও মাথাতেই কোন হেলমেট ছিল না। অথচ বেপরোয়া ভাবে স্লোগান দিতে দিতে তাঁরা ব্যস্ততম ২ নম্বর রাজ্য সড়ক ধরে ছুটে চললেন। এমনিতেই আরামবাগ শহর দুর্ঘটনাপ্রবণ। প্রায় নিত্যদিনই ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। তারপরেও বিজেপি নেতৃত্বের এই অবিবেচক কাজে শহরের সাধারণ মানুষই প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যজুড়ে পথ নিরাপত্তা নিয়ে সব সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচার চলছে। তারপরেও বিজেপি রাজ্য নেতৃত্বের একটু হলেও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। অন্যদিকে এ বিষয়ে আরামবাগের তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী বলেন, বিজেপি দলটাই নীতিহীন। ওদের না আছে নীতি না আছে আদর্শ। ওদের একটাই কাজ ধর্ম নিয়ে উস্কানি দেওয়া আর মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। তাই ওদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। 

Loading