সোমালিয়া সংবাদ, আরামবাগ: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে তৃণমূল সরকার গঠিত হওয়ার পর থেকেই মহিলাদের সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তৃতীয় বার ক্ষমতায় আসার পর তা আরও জোরালো করা হয়েছে। এর জন্য জেলায় জেলায় বিভিন্ন থানার অধীনে তৈরি করা হয়েছে উইনার্স টিম। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে তৈরি এই টিম মহিলাদের সুরক্ষায় কাজ করে চলেছে। বাইকে করে বিভিন্ন জনবহুল এলাকায় বিশেষত যে সমস্ত এলাকায় মহিলাদের যাতায়াত বেশি সেখানে টহল দিচ্ছে এই টিম। বৃহস্পতিবার হুগলি জেলা উইনার্স টিমের ১৫ জনের এক প্রতিনিধি দল আরামবাগের বিভিন্ন এলাকায় টহলদারি চালায়। আরামবাগ বাস স্ট্যান্ড, আরামবাগ গার্লস হাইস্কুল, আরামবাগ গার্লস কলেজ, সুইমিংপুল প্রভৃতি এলাকায় এই টিমের প্রতিনিধিরা ঘুরে দেখেন। কোথাও কিছু অনিয়ম দেখলেই সে ব্যাপারে অনেককেই সতর্ক করেন। উল্লেখ্য, অনেক সময় দেখা যায় মহিলাদের স্কুল-কলেজের সামনে রোমিও বাইক বাহিনীর দাপাদাপি। উইনার্স টিমের টহলদারি চললে তা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন অভিভাবকরা। আরামবাগ চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ রানী খান বলেন, রাস্তাঘাটে এখন মহিলাদের নিরাপত্তা অনেকটাই বেড়ে গেছে। তার ওপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই উইনার্স টিম তৈরি হওয়ায় মহিলারা আরও বেশি সুরক্ষিত থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আরামবাগ এসডিপি অভিষেক মন্ডল বলেন, রাজ্যের প্রতিটি জেলাতেই পশ্চিমবঙ্গ পুলিশের উইনার্স টিম তৈরি হয়েছে। মূলত মহিলাদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ। হুগলি জেলা উইনার্স টিমের প্রতিনিধিরাও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। মূলত যেখানে মহিলাদের উপর বেশি অপরাধ মূলক কাজকর্ম ঘটে, সেই এলাকাতেই টহল দিচ্ছেন। বৃহস্পতিবার এই প্রতিনিধি দল আরামবাগের বিভিন্ন এলাকায় টহলদারি চালান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি