সোমালিয়া সংবাদ, গোঘাট: পঞ্চায়েতের প্রধান ফটকে তালা ঝুলিয়ে জনগণের পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল দুই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধৃতদের নাম সুশান্ত ঘোষ ও শ্রীকান্ত ঘোষ। বৃহস্পতিবার রাতে সাওড়া গ্রাম থেকে গোঘাট থানার পুলিশ ওই দু’জনকে গ্রেপ্তার করে। জানা গেছে, সাওড়া গ্রামের রাস্তা মেরামতের দাবিতে বৃহস্পতিবার বেশ কিছু গ্রামবাসী সাওড়া পঞ্চায়েত ভবনে গিয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত প্রধান বৈশাখী রায়কে হেনস্থা করা হয়। এমনকি বিক্ষোভকারীরা পঞ্চায়েতের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর ফলে জনগণের পরিষেবা বন্ধ হয়ে যায়। কার্যালয় চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান গোঘাট থানার ওসি শৈলেন্দ্র উপাধ্যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান বৈশাখী রায় সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাঁকে হেনস্থার অভিযোগ দায়ের করেন গোঘাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে গোঘাট থানার পুলিশ সুশান্ত ও শ্রীকান্তকে গ্রেফতার করে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি