October 6, 2025

শহর পরিচ্ছন্নতায় নেমে পড়লেন কাউন্সিলারা

সোমালিয়া সংবাদ, বর্ধমান: এলাকা পরিচ্ছন্ন থাকলে পরিবেশ দূষণের হাত থেকে যেমন বাঁচা যায় তেমনি অনেক রোগের হাত থেকেও বাঁচা যায়। যত্রতত্র আবর্জনা ছড়িয়ে থাকলে যেমন দৃশ্য দূষণ ঘটে তেমনি সেগুলি হাওয়ায় উড়ে গিয়ে গৃহস্হের বাড়িতে পড়ে এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। তাইতো Cleanliness is next to God আপ্তবাক্যটিকে মাথায় রেখে শহরকে পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নেমে পড়লেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ অন্যান্য কাউন্সিলররা। লক্ষ্য শুধু শহরকে পরিচ্ছন্ন করা নয় শহরবাসী এবং শহরে আগত মানুষদের মনে গেঁথে দেওয়া ‘একথা যেন সব্বাই মানে, জঞ্জাল নয় যেখানে সেখানে’। শহরকে পরিচ্ছন্ন রাখতে সকাল হতে না হতেই সাফাই কর্মীরা বেরিয়ে পড়ছে ঝাঁটা হাতে। দু’বেলা তারা শহরের বিভিন্ন প্রান্ত ঝাঁট দিচ্ছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে তারা আপ্রাণ চেষ্টা করছে। গত কয়েক মাস ধরেই গৃহস্থালির পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকভাবে রাখার জন্য পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাড়িতে নীল ও সবুজ বালতি দেওয়া হয়। সেগুলি সংগ্রহ করার জন্য বাঁশি বাজিয়ে গাড়ি নিয়ে হাজির হচ্ছে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। এদিন কাউন্সিলাররা পৌরসভা পরিস্কার করতে হাত লাগান।

Loading