সোমালিয়া সংবাদ, হুগলি: হুগলি জেলার চুঁচুড়ার পিপুলপাতি এলাকার প্রাইমারি ডিআই আফিসে বিক্ষোভ দেখায় টেট পাশ প্রার্থীরা। পাশাপাশি দুর্নীতিগ্ৰস্থ অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত এবং প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদানের জন্য বিক্ষোভ কর্মসূচিতে চলে সরকারের বিরুদ্ধে স্লোগান।চাকরী প্রার্থীদের দাবি, দুর্নীতির কারনেই তারা বঞ্চিত, সে যন্ত্রনার কথা মানুষ কে জানাতেই হাতে তৈরি রুটি তে দাবি লিখে তারা বিক্ষোভ দেখায়।এই বিষয়ে টেট পাশ চাকরী প্রার্থী মৌটুশি বীর জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০সালের ১১ ই নভেম্বর, নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন, “২০১৪ সালের প্রাইমারি টেটপাশ ট্রেন্ড ২০ হাজার চাকরি প্রার্থী থেকে, সাড়ে ১৬ হাজার খুব তাড়াতাড়ি নিয়োগ করা হবে এবং বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে।” মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে, আমরা কুড়ি হাজার টেটপাশ ট্রেন্ড চাকুরিপ্রার্থী আশার আলো দেখি ও সময়মতো ইন্টারভিউ দিই।কিন্তু মাননীয়ার সব আশ্বাস আজ মিথ্যাতে পরিনত হয়েছে। আমরা আজ অসহায় তাই আমাদের জায়গা হয়েছে রাস্তাতে।এই বঞ্চনা থেকে আমাদের মুক্তি চাই । চাকরী প্রার্থীরা আরও জানান হাইকোর্ট অস্বচ্ছ নিয়োগের জন্য ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দূর্নীতির কারনে গ্ৰেপতার করা হয়েছে। তদন্ত করে স্বচ্ছ ভাবে নিয়োগ হোক।সবমিলিয়ে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি