October 6, 2025

অভিনেত্রী উরফির লজ্জা নিবারনে লম্বা মাথার চুলই যথেষ্ট

সোমালিয়া ওয়েব নিউজ: পরনে নীল জিন্স। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, সুতোটিও নেই। তাই বলে, লজ্জা নিবারণে পরোয়া কী। অঙ্গসজ্জায় মগজাস্ত্রই যে যথেষ্ট উরফি জাভেদের। একঢাল চুল সামনে ফেলে দু’ভাগ করে নিলেন। ঢাকা পড়ল বক্ষদেশ। দু’হাত মাথার উপর ভাঁজ করলেন। সেই ভঙ্গিতেই চলে এলেন ক্যামেরার সামনে। ব্যস, ছবি ভাইরাল।উরফি জাভেদ মানে এমনই নিত্যনতুন চমক। এখনও অভিনয় জগতে পা রাখতে না পারলেও বলিউডের অলিগলিতে তিনি পরিচিত মুখ। কেন? অনেকের মতে, উদ্ভট সাজই তাঁর উপস্থিতির আগুন উস্কে দেয়। কখনও গায়ে তার জড়িয়ে, কখনও সেফটিপিন, আবার কখনও নিজেরই ছবি আটকে বা কখনও একসঙ্গে দুটো প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে পড়েন প্রাক্তন বিগ বস তারকা। আর এ বার স্রেফ কিছু না পরেই প্রকাশ্যে উরফি।আসলে উপস্থিতিই সব, এই তাঁর বিশ্বাস। কিছু দিন আগেই মুম্বই বিমানবন্দরের সামনে এক সাক্ষাৎকারে উরফি হাসতে হাসতে বলেন, ‘‘লোকে তো চায় আমি পোশাক না পরি, তাই বলে আমি কি বেআব্রু হয়ে যাব? তবে রণবীর সিংহের নিরাবরণ ফটোশ্যুটের প্রশংসা করে উরফি নিজেও খোলামেলা থাকার ইচ্ছেই প্রকাশ করেছেন সম্প্রতি। জানিয়েছেন, নামমাত্র রূপটান, নামমাত্র পোশাকেই তিনি নিজেকে খুঁজে পান। কে কী বলল, তাতে তাঁর কিছুই এসে যায় না।

Loading