সোমালিয়া ওয়েব নিউজ: ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মেফাড্রোন ‘মিও মিও’ বাজেয়াপ্ত করলো পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ হাজার ৪০০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নার্কোটিকস সেল পালঘর জেলার নালাসুপারাতে অভিযান চালিয়ে ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মেফাড্রোন উদ্ধার করে। এক বিবৃতিতে মুম্বই পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বই শহর থেকে। আরেকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় নালাসুপারা থেকে। মুম্বই পুলিশের বক্তব্য, মাদক উদ্ধারে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সাফল্য মিলেছে।
উল্লেখ্য, মেফেড্রোন ‘মিও মিও’ বা এমডি নামেও পরিচিত। যা আসলে একটি সিন্থেটিক উদ্দীপক। যেটি শরীরে নেওয়ার সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার বিপুল পরিবর্তন ঘটে। নার্কোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস আইনের অধীনে মেফেড্রোন ভারতে নিষিদ্ধ।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর