সোমালিয়া সংবাদ, খানাকুল: রীতিমতো প্রেমের ফাঁদ পেতে এক বাইক চোরকে ধরলো খানাকুল থানার পুলিশ। পুলিশের এই অভিনব চোর ধরার পদ্ধতির প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারাও। জানা গেছে, ২৫ জুলাই খানাকুলের উদয়পুর থেকে একটি বাইক চুরি হয়ে যায়। বাড়ির সামনে ওই বাইকটি রেখেছিলেন সরোজ বেরা নামে এক যুবক। সকালে উঠে তিনি দেখেন বাইক উধাও। এরপরেই তিনি খানাকুল থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ২৮ জুলাই বিকেলে হঠাৎই বাইকটিকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আবার খবর দেওয়া হয় খানাকুল থানায়। এরপর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখনই সেই ফুটেজে এক যুবককে সন্দেহ হয়। এরপর বাইক মালিককে ওই ছবি দেখালে তিনি তাকে চিনতে পারেন। ওই যুবকের নাম বিকাশ মালিক। বাড়ি ওই উদয়পুর গ্রামেই। কিন্তু এরপরেই ঢাকা দেয় বিকাশ। কোনভাবেই পুলিশ তাকে ধরতে পারছিল না। সূত্রের খবর, তখনই খানাকুল থানার এক মহিলা পুলিশের মাধ্যমে প্রেমের ফাঁদ পাতা হয়। ওই মহিলা পুলিশ বিকাশের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতায়। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকে। সেই সম্পর্কের জেরেই বিকাশকে আরামবাগ বাসস্ট্যান্ডে দেখা করতে বলে ওই ‘পুলিশ-প্রেমিকা’। এটা যে পুলিশের পাতা ফাঁদ বিকাশ তা বুঝতে পারেনি। পুলিশ-প্রেমিকার কথামতো সে আরামবাগ বাসস্ট্যান্ডের নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিল। তখনই খানাকুল থানার সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে। খানাকুল পুলিশের এই উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বাইকের মালিক সরোজ বেরা। পাশাপাশি এলাকার মানুষও খানাকুল পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি