October 6, 2025

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের মা হওয়ার খবরে খুশির জোয়ার অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: মা হলেন সোনম কপূর। সোনম ও আনন্দ আহুজার বাড়িতে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিলেন সোনম। চলতি বছরের মার্চ মাসে ঘোষণা করেন অভিনেত্রী। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি। ছবিতে স্পষ্ট ছিল তাঁর ‘বেবি বাম্প’। এরপর একাধিক ফটোশ্যুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের। তারপর এদিন এলো সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কপূর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, ‘২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যাঁরা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাঁদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।’ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কপূর।

Loading