সোমালিয়া ওয়েব নিউজ: পোস্টার রাজনীতি ঘিরে শোরগোল হুগলি জেলা জুড়ে। নতুন তৃণমূল বলে পোস্টার পড়ে পোলবায়। রীতিমতো ফ্লেক্স টাঙিয়ে ‘নতুন তৃণমূল’ বলে লেখা হয় এবং অভিষেক ব্যানার্জীর ছবিও দেওয়া হয়।
জানা গিয়েছে, চুঁচুড়ার পোলবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ফ্লেক্স ঘিরে বিতর্ক। ফ্লেক্সে লেখা, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ফ্লেক্সের ভিতরে গেরুয়া রঙে লেখা, ভারতমাতা কি জয়। এই স্লোগান ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, এদিন চুঁচুড়ায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের সভা রয়েছে। তার আগে এ ধরনের ফ্লেক্স লাগানো বিরোধীদের চক্রান্ত বলে দাবি ঘাসফুল শিবিরের। নতুন তৃণমূল লেখা ফেক্সের পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি বিজেপির। তবে বিশেষজ্ঞ মহলের একাংশের দাবী, মালদাতেও এই ধরনের পোস্ট তথা ফ্লেক্স টাঙানো হয়েছিল। তবে কে বা কারা এই ধরনের পোস্টার লাগালো তা জানা যায়নি। দুই দলের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা রয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি