সোমালিয়া ওয়েব নিউজ: বিয়ের অনুষ্ঠানে ভাই নিজের বোনকে প্রায় ৭২০ গ্রাম স্বর্ণালঙ্কার ও প্রায় ৩ কেজি রূপা উপহার দিলেন। বোনকে প্রায় ৭২ ভরি সোনার গয়না পরিয়ে দেন ভাই। ওই ব্যক্তি সোনার শৌখিন এবং তিনি নিজেও ৩ কেজি ৬০০ গ্রাম সোনার গয়না পরেন। গোটা রাজস্থানে ওই ব্যক্তিকে ‘সোনার মানুষ’ বলে ডাকে। এই সোনার মানুষটির বোন ডলি কাপসানের শ্বশুরবাড়িতে তার মেয়ে পূজার বিয়ের অনুষ্ঠান রয়েছে। যেখানে সোনার মানুষ কানহাইয়া তাঁর বোন ডলির জন্য চিতোরগড় থেকে চাল নিয়ে এসেছেন। সেখানে গোল্ডম্যান তাঁর বোন ডালিকে ৬০ তোলা স্বর্ণালঙ্কার এবং প্রায় তিন কেজি ওজনের একটি রূপার কলস দিয়ে চাল দিয়েছেন বলে জানা গিয়েছে।শহরের পার্কে ভাত খেতে এসেছিল বোন। এরপর এখান থেকে দুটি উটের গাড়ি ও পাঁচটি গরুর গাড়িতে করে চাল ওয়ারিকার অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। গরুর গাড়িতে মহিলারা ধানের গান গাইছিলেন। উটগুলো সুসজ্জিত ছিল। উটের গাড়িতে চালের কাপড় মজুত রয়েছে দেখে মানুষ রাস্তায় থমকে দাঁড়ায়। তিনি ছিলেন শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু।এই খবর জানা জানি হতেই ভাইরাল ভিডিও।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন