সোমালিয়া ওয়েব নিউজ: ২৪ বছর অপেক্ষার পর কোল আলো করে এল সন্তান। আনন্দে আত্মহারা হলেন দম্পতি। মেয়ের জন্ম উদযাপনের প্রথা বহু প্রাচীন। আপনি নিশ্চয়ই অনেক জায়গায় শুনেছেন, মেয়ের জন্মের পর পরিবারে অনেক রকম রীতি রেওয়াজ রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে এখনও কন্যা সন্তানের জন্মের উদযাপন করে মানুষ। বিহারের কাটিহারের এক পরিবার এবার মেয়ের সদ্যজাত সন্তানকে স্বাগত জানালো অন্য রখম ভাবে।
২৪ বছর পর পরিবারে কন্যা সন্তানের জন্ম হল। তাকে জমকালোভাবে স্বাগত জানানো তারা।
মেয়ের জন্মের পর পুত্রবধূকে হয়রানির খবর তো অনের শুনেছেন। তবে এমন খবর হয়তো কমই পাওয়া যায়। ২৪ বছর পর কাটিহারের একটি পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে। তাকে বাড়িতে আনার জন্য একটি সুসজ্জিত রথের ব্যবস্থা করা হয়েছিল। গানের তালে তালে নাচতে নাচতে কন্যাসন্তান ও তার মাকে বাড়িতে আনল পরিবার।
সমাজের একটা অংশের রক্ষণশীলতাকে আয়না দেখাচ্ছে এই পরিবার। পরিবারটি উৎসবের মতো কন্যা সন্তান জন্মের সময়টাতে আনন্দ উদযাপন করছে।সবমিলিয়ে কন্যা সন্তানের জন্য তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানানোর পাশাপাশি সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন