October 6, 2025

গ্রামে বাঘের আতঙ্ক, দেখা মিলেছে নাকি আস্ত রয়েল বেঙ্গল টাইগারের

সোমালিয়া ওয়েব নিউজ: কাদা মাটি রাস্তায় দেখা গিয়েছে নাকি বাঘের পায়ের ছাপও। আর এ নিয়েই আতঙ্ক ছড়িয়েছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি – ফুলবাড়িয়া এলাকায় ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে। একটি নয়, দুই থেকে তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট গ্রামের একাংশ বাসিন্দাদের। তাঁরা নাকি গভীর রাতে স্বচক্ষে বাঘ দেখেছেন। আর এ নিয়েই সকাল থেকেই কমলাবাড়ি ফুলবাড়িয়া গ্রামে শোরগোল পড়ে গিয়েছে। বাঘের আতঙ্কে ঘুম উবে গিয়েছে গ্রামবাসীদের। ওই গ্রামের কাদামাটি রাস্তার জঙ্গলে বাঘের পায়ের ছাপও নাকি দেখা মিলেছে। যা নিয়ে এখন গোটা গ্রাম জুড়ে চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। কিন্তু কোথা থেকে এল এই বাঘ। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, এলাকার ঢিল ছোঁড়া দূরত্বে ভারত-বাংলাদেশ সীমান্ত। ওই সীমান্ত পেরিয়েই বাঘের দল গ্রামে প্রবেশ করতে পারে বলেই দাবি করছেন তাঁরা। যদিও গ্রামবাসীদের এই কথায় বিশ্বাস করতে চায়নি জেলা বনদপ্তর।

Loading