সোমালিয়া ওয়েব নিউজ: এবার চিনের অভ্যন্তরীণ রাজনীতি সেনা অভ্যুত্থানের মুখে বলে খবর উঠে আসছে। শোনা যাচ্ছে, দেশের প্রেসিডেন্ট শি চিনপিংকে গৃহবন্দি করে রাখা হয়েছে। চিনের সেনাবাহিনী, পিপলস লিবারেশন আর্মি তাঁকে গৃহবন্দি করে রেখে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বলে খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। তা নিয়ে উত্তাল ট্যুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এ নিয়ে বেজিংয়ের তরফে কোনও বিবৃতি না দেওয়ায় আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। তার পর থেকেই ট্যুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে জোর চর্চা চিনপিংকে নিয়ে। তবে গোটাটাই জল্পনা, বেজিংয়ের তরফে এ নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।
চিনের মানবাধিকার কর্মী জেনিফার জেং সর্বপ্রথম সেনা অভ্যুত্থান ঘটছে বলে দাবি করেন। সেই মর্মে ট্যুইটারে একটি ভিডিও-এ তুলে ধরেন তিনি, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তাতে রাস্তা দিয়ে সেনার কনভয় ছুটতে দেখা গিয়েছে। প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ সেনার কনভয় বেজিংয়ের রাস্তায় বলে জানান তিনি। শি চিনপিংকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এমনকি সরকারের তিন আধিকারিককে হত্যাও করা হয়েছে বলে দাবি তাঁর। চিনপিংকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, শুধু ঘোষণা বাকি বলে দাবি জেনিফারের।বাস্তবে কি ঘটছে তা এখনও চিন সরকারের তরফে জানা যায়নি।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু