October 5, 2025

বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পোশাক উপহার, রক্তদান ইত্যাদির মধ্য দিয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন

সোমালিয়া সংবাদ, খানাকুল: ঈশ্বরচন্দ্র শুধুমাত্র বিদ্যারই সাগর ছিলেন না, সেই সঙ্গে ছিলেন দয়ার সাগরও। আর এই ভাবাদর্শকে সামনে রেখেই তাঁর জন্মদিন একটু অন্যরকম ভাবে পালন করল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। এই উপলক্ষে সোমবার বিদ্যালয়ে একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সূচনা করলেন আরামবাগ মহকুমা শাসক সুভাশিনী ই। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় ঘোষ, খানাকুল-১ নম্বর বিডিও শান্তনু চক্রবর্তী, গবেষক দেবাশিস শেঠ প্রমূখ। পাশাপাশি সামনেই দুর্গাপুজো। তাই অনেক দুঃস্থ পরিবারের বাবা-মায়েরাই তাঁদের ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দিতে পারেন না। তাই এদিন স্কুলের পক্ষ থেকে এই স্কুলে পড়া দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হল। তারাও যাতে আর সকলের সঙ্গে আনন্দে মেতে উঠতে পারে তাই এই উদ্যোগ বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ‍্য। এছাড়াও বর্তমান সময়ে হাসপাতালগুলোতে রক্তের সংকট মেটাতে স্কুলেই অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এখানে প্রায় দেড় শতাধিক মানুষ রক্ত দান করলেন। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের জন্য এদিন স্কুলের বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করা হল। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ‍্য বলেন, প্রথাগত পঠন-পাঠনের মধ্যে ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশ সম্ভব নয়। তাই বছরের বিভিন্ন সময় স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এজন্য বিদ্যাসাগরের মতো মহান পুরুষের জন্মদিন উপলক্ষেও এই সমস্ত কর্মসূচির আয়োজন করা হয়। অন্যদিকে মহকুমা শাসক সুভাশিনী ই বলেন, এই স্কুল যেভাবে এ ধরনের উদ্যোগ নিচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

অন্যদিকে এদিন বিদ্যাসাগরের মাতুলালয় গোঘাটে বিদ্যাসাগর ও তাঁর মা ভগবতী দেবীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কর্মাধ্যক্ষ নারায়ন পাঁজা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Loading