সোমালিয়া ওয়েব নিউজ: করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় দু’বছর পর নিষেধের বেড়াজাল থেকে মুক্ত হয়ে দুর্গাপুজো হচ্ছে। বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। ঠাকুর দর্শন করতে এসে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে তার পরিবারের সদস্যরা সমস্যায় না পড়ে তার জন্য সচেতন আছে গুসকরা পুরসভার স্বাস্থ্য বিভাগ।পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জীর পরামর্শে চালু করা হলো ভ্রাম্যমান প্রাথমিক চিকিৎসা পরিষেবা। দলে থাকবে দু’জন স্বাস্থ্য কর্মী, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার, পুরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত এস.আই চন্দন যশ, পুরসভার কর্মী সত্য পান এবং কাউন্সিলার সুব্রত শ্যাম। জানা যাচ্ছে দশমী পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। প্রতিদিন চারটি করে ওয়ার্ড তারা পরিদর্শন করবে। রক্তচাপ মাপা সহ কিছু প্রাথমিক চিকিৎসা পরিষেবা তারা দেবে। শুধু তাই নয় ডেঙ্গু যাতে পুর এলাকায় ছড়িয়ে না পড়তে পারে তার জন্য ঠাকুর দেখতে আসা মানুষদের তারা সচেতনও করবে।পুরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দন যশ বললেন – দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রতিটি প্যাণ্ডেলে বহু দর্শনার্থীর ভিড় হবেই। মূলত যারা উচ্চ রক্তচাপে ভুগছেন ভিড়ের চাপে তাদের যাতে সমস্যা নাহয় তার জন্যই এই উদ্যোগ। তাছাড়া আমাদের স্বাস্থ্য কর্মীরা প্রয়োজনে ছোটখাটো প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেবে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন