সোমালিয়া ওয়েব নিউজ: চুপিসারে পা রাখল শীত। মরসুমের প্রথম তুষারপাতে সাদা হয়ে গেল বিস্তীর্ণ এলাকা।ভারতে এই মরসুমের প্রথম তুষারপাত হল গুলমার্গে।
দেশজুড়ে এখন উৎসবের মেজাজ। একদিকে চলছে দুর্গাপুজো। অন্যত্র পালিত হচ্ছে নবরাত্রি। দক্ষিণবঙ্গে আবার পুজোর আমেজে অসুর হয়েছে মেঘে ঢাকা আকাশে বৃষ্টি। তবে এসবের মধ্যেই দেশে চুপিচুপি পা রাখল শীত।সাদা বরফের চাদরে ঢাকা পড়ে গেল বিস্তীর্ণ এলাকা। মরসুমের প্রথম তুষারপাতে বেজায় খুশি স্থানীয়রা। আচমকাই শুরু হয় তুষারপাত।ঝিরঝির করে সাদা পেঁজা তুলোর মত বরফ পড়তে থাকে আকাশ থেকে। এভাবেই দীর্ঘ সময় ধরে তুষারপাতের পর পাহাড় ও তার ঢাল সাদা বরফের চাদরে ঢেকে যায়। স্থানীয়রা আনন্দে ঘর ছেড়ে বেরিয়ে বরফের ছোঁয়ায় মাতোয়ারা হয়ে ওঠেন।গুলমার্গের আফারওয়াত পাহাড় বরফের চাদরে ঢেকে যায়। পাহাড়ে তুষারপাত হলেও সমতলে বরফ তেমন পড়েনি।সবমিলিয়ে সারা দেশ যখন শরতের উৎসবে মাতোয়ারা তখন গুলমার্গ বরফ পেয়ে গেল।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা