October 6, 2025

বলিউড স্টার সলমন খানের নতুন ছবি নিয়ে উন্মাদনা

সোমালিয়া ওয়েব নিউজ: এবার তিনি ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির সেট থেকে ছবি শেয়ার করে সকলের নজর কাড়লেন।তা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় পড়ে যায়।টানা দুবছর পর বড় পর্দায় ফেরা। অন্তীম ছবি শেষ মুক্তি পেয়েছিল সলমন খানের। তার আগে রাধে ছবি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। অন্তীম ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে সলমন খান থাকলেও সর্বত্র ছড়িয়ে পড়ে যে এই ছবি সলমন খানের নয়, আয়ূষকে ঘিরেই তৈরি হতে থাকে জল্পনা। ফলে এই ছবিতে খুব একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হননি সলমন খান। এবার বক্স অফিসে কামব্যাকের পালা। সলমন খান নয়া অবতারে ফিরতে চলেছেন।
টাইগার ৩ ছবির সেট থেকে ছবি শেয়ার করার পর এবার তিনি কিসি কি ভাই কিসি কি জান ছবির সেট থেকে ছবি শেয়ার করে সকলের নজর কাড়েন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হল ছবি। যেখানে পরতে-পরতে সলমনের লুকে ধরা দিল এক হ্যান্ডসম পুরুষ। কমেন্ট বক্স মুহূর্তে ভরে উঠল প্রশংসায়। সলমন খানকে এই অবতারে দেখা মাত্রই সর্বত্র খুশির হওয়া। ছবির কাজ প্রায় শেষের পথে। চলতি বছরের শেষেই এই ছবি মুক্তি পাওয়ার কথা। ২০২২ সালের শেষ অর্থাৎ ডিসেম্বর করেই ছবি মুক্তির সম্ভাব্য দিন ঘোষিত হতে পারে।

Loading