October 6, 2025

আকর্ষণীয় দামে বাজারে এলো নতুন ইলেকট্রিক সাইকেল

 সোমালিয়া ওয়েব নিউজ: ইলেকট্রিক গাড়ি এবং বাইকের এখন আকাশছোঁয়া দাম। যা কিনা অনেক মধ্যবিত্তেরই নাগালের বাইরে। ফলে তাঁদের বিকল্প হিসেবে রয়েছে ইলেকট্রিক সাইকেল।বাজারে অনেক সংস্থাই তাদের ইলেকট্রিক সাইকেল এনেছে। বলাই বাহুল্য, সাধ্যের মধ্যে দাম থাকায় বাজারে বেশ ভালোই জায়গা করে নিয়েছে এগুলি। ইলেকট্রিক সাইকেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হল হিরো। এই কোম্পানির সাধারণ সাইকেলও বেশ জনপ্রিয়। সেই জন্য বহু বছরের পুরোনো এই কোম্পানি যখন ইলেকট্রিক সাইকেল বাজারে আনে, মানুষের গ্যারাজে জায়গা করে নিতে খুব একটা বেগ পেতে হয়নি। হিরোর এই অত্যাধুনিক সাইকেলটি এক চার্জে চলতে পারবে প্রায় ৫৫ কিলোমিটার! সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার।প্রসঙ্গত উল্লেখ্য পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বাড়তে থাকায় মধ্যবিক্তের পকেটে টান পড়ছে।তাই এই রকম এক অভিনব সাইকেল বাজারে আসায় খুশি সকলেই।

Loading