October 5, 2025

দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজোতে মেতেছেন পুরশুড়াবাসী

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: দুর্গাপুজো নয়, পুরশুড়ার নিমডাঙ্গি ও পশ্চিমপাড়া এলাকার মানুষজন সারা বছর অপেক্ষা করে থাকেন সার্বজনীন লক্ষ্মীপুজোর দিকেই। এখানে ছোটবড় মিলিয়ে কমপক্ষে ১৫টি লক্ষীপুজো হচ্ছে। আর এই পুজো উপলক্ষে পুজো মন্ডপের পাশে কোথাও পাঁচ দিন আবার কোথাও সাত দিন ধরে জাঁকিয়ে মেলা বসছে। এমনকী এখানকার লক্ষ্মীপুজোতেও থিমের ছড়াছড়ি। এবার চোখ ধাঁধানো মন্ডপ দেখা যাবে পশ্চিমপাড়া উদয়ন ক্লাবের পুজোয়। ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ জানা জানালেন, তাঁদের থিম পাহাড়ি উপত্যকায় রাজবাড়ির ধ্বংসাবশেষ। এর মাধ্যমে মানুষ করোনাকে জয় করে কিভাবে আবার স্বমহিমায় ফিরে এসেছেন তা তুলে ধরা হয়েছে। তিনি জানালেন, পুজো উপলক্ষে পাঁচ দিন মেলা বসছে। প্রতিদিনই বাউল, ব্যান্ডের গান ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। পশ্চিমপাড়া নেতাজি অনুগামী ক্লাবের পুজো এবার পাঁচ বছরে পা রেখেছে । ক্লাবের সদস্য পার্থ সামন্ত জানালেন, গ্রাম বাংলার চিরাচরিত রীতি ও সাবেকিয়ানা ধরে রেখে মন্ডপ তৈরি করা হয়েছে। পশ্চিমপাড়া যুব সংঘের সভাপতি অনুপ মাখাল জানালেন, তাঁরা এবার পাটকাঠি দিয়ে মন্ডপ তৈরি করেছেন। ক্লাবের সদস্যরা নিজেরাই পরিশ্রম করে মন্ডপটিকে সাজিয়েছেন। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন। পুজোর দিনগুলিতে মহিলাদের শাঁখ বাজানো, ধূপ জালানো, বাচ্চাদের অংকন প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এখানকার লক্ষ্মীপুজো অন্যান্য জায়গার দুর্গাপুজোর মতোই দর্শকদের মনে স্থান করে নেবে। প্রশাসন সূত্রে জানা গেছে, ভিড় এড়াতে এখানকার ৩ কিমি রাস্তা পুজোর দিনগুলিতে নো এন্ট্রি থাকছে। তাছাড়া কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে কড়া পুলিশি নজরদারি। 

Loading