সোমালিয়া ওয়েব নিউজ: অভিনয় জগৎ ছেড়ে দিয়েছেন বহুদিন আগেই। কিন্তু জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি বলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জীর।তবে জীবনের চলার পথে প্রতিটি দায়িত্বই শক্তভাবে সামলেছেন তিনি। নিজের ছেলের জন্য ঠিক সময় বের করে নেন তিনি। তবে তার আক্ষেপ রয়ে গিয়েছে সেরা স্ত্রী না হয়ে উঠতে পারায়। ডিভোর্স না হলেও তিনি ছেলে প্রণীলকে নিয়ে আলাদাই থাকেন। বহুল আলোচনা হয় রচনা এবং তার স্বামী প্রবালকে নিয়ে। বহুদিন আলাদা হয়েছেন তারা, কিন্তু এবার রচনাকে দেখা গিয়েছে এক পুরুষের সাথে।প্রবাল এবং রচনা ডিভোর্স না নিলেও আলাদাই থাকেন। ছেলে তাদের মধ্যেকার ক্ষীণ সম্পর্ককে বেঁধে রেখেছে। আলাদা হলেও অন্য পুরুষের সাথে দেখা যায়নি রচনাকে। কিন্তু এবার দীর্ঘ কয়েক বছর আবার নিজের স্বামীর সাথেই দেখা গেল রচনাকে। দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয় করছিলেন তারা। দুজনের মাঝে তাদের ছেলে প্রণীলকেও দেখা গিয়েছে। আর সেটা দেখেই অনেকে মনে করেছেন যে এবার রচনার ভাঙা সংসার আবার জোড়া লাগতে চলেছে। প্রশ্ন উঠছে তবে কি অতীত ভুলে একসাথে ফিরছেন রচনা, জল্পনা তুঙ্গে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল