সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরের মেয়ে বলে কথা। বলিউডের তারকা-সুন্দরীদের থেকে কোনও অংশে সারার ক্রেজ কম নয়। আর পাঁচজনের মত বড় হলেও সারা সৌন্দর্য দেখে মুগ্ধ হন ফ্যাশনপ্রেমী থেকে ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় সারা ফ্যাশন সেন্সের ঝলক বেশি চোখে পড়ে। সম্প্রতি, ২৫-এ পা দিলেন শচিন-তনয়া। গত ১২ অক্টোবর, সারা তেন্ডুলকর ২৫ বছরের জন্মদিন পালন করেছিলেন। বন্ধুবান্ধব, পরিবারকে নিয়ে ঘরোয়াভাবেই জন্মদিন পালন করা হয়েছিল। শুভেচ্ছার বন্যায় সেদিন সারা আপ্লুত। ইন্সটাগ্রামে সেই সব ছবি পোস্টও করেছিলেন তিনি। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ইউনিকর্ন-থিমের কেক কাটার সময় রাতের পোশাক পরেই সেই আনন্দের মুহূর্ত কাটিয়েছেন। একেবারে নো মেকআপ, পায়জামা পরে চুটিয়ে মজা করেছিলেন সেদিন।
সম্প্রতি ইন্সটাগ্রামে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন সারা। ২৫তম জন্মদিন উপলক্ষ্যে হাঙ্গেরির বুদাপেস্টে ছোট্ট সফরে গিয়েছেন তিনি। সেখানকার ছবিই সিরিজের মত শেয়ার করে গিয়েছেন। ছবিতে দেখা গিয়েছে, একটি সাদা প্যান্টের সঙ্গে সবুজ রঙের টপ পরেছিলেন। ন্যাচারাল মেকআপ ও খোলা চুলের সঙ্গে সারা লুক ছিল সত্যিই নজরকাড়া। স্নিগ্ধ,উজ্জ্বল, ফ্যাশনেবল লুকে সারার দিক থেকে চোখ সরানোই দায়।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল