সোমালিয়া ওয়েব নিউজ: এবার মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে সৌরশক্তি আহরণ করে সেটিকে “মাইক্রোওয়েভ বিমের” মাধ্যমে পৃথিবীতে সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এইরকমই কর্মকান্ড শুরু হতে চলেছে।
এমনকি, আগামী ২০৩৫ সালের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। এমতাবস্থায়, সফলভাবে এই কাজ শেষ হলে তা পৃথিবীতে বিদ্যুতের চাহিদা মেটাতে নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেমব্রিজ ইউনিভার্সিটির অ্যারোস্পেস প্রস্তুতকারী সংস্থা Airbus এবং স্যাটেলাইট প্রস্তুতকারী সংস্থা SSTL, যুক্তরাষ্ট্রের স্পেস এনার্জি ইনিশিয়েটিভের এই উদ্যোগে যৌথভাবে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন স্পেস এনার্জি ইনিশিয়েটিভের কো-চেয়ারম্যান মার্টিন সোলটাও।এর ফলে মহাকাশ থেকেই সৌরশক্তি আহরণ করবে স্যাটেলাইটগুলি। যা সরাসরি পৃথিবীতে সরবরাহ করা হবে।এই প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্রেজার-ন্যাশ এই প্রকল্পের কার্যক্ষমতা যাচাই করে সবুজ সংকেত দেওয়ার পর চলতি বছরের শুরুতেই মহাকাশের সৌরশক্তি প্রকল্পের জন্য ৩০ লক্ষ পাউন্ড অনুদানের ঘোষণা করেছে ব্রিটিশ সরকার।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য