October 6, 2025

মা জগদ্ধাত্রীকে পুরুষেরা বরণ করে বিদায় জানালেন ভদ্রেশ্বরে

সোমালিয়া ওয়েব নিউজ: ২৩০ বছরের ভদ্রেশ্বর গৌরহাটির তেতুলতলা মা জগদ্ধাত্রী পুজো প্রতি বছরের মত এবারও মহাসমারোহে পালিত হয়েছে। বৃহস্পতিবার শুরু হয়েছে বিদায় পর্ব। এখানকার বিদায় পর্ব অনুষ্ঠিত হয় ছেলেদের বরণ দিয়ে । ছেলেরা শাড়ি পড়ে হাতে শাখা সিঁথিতে সিঁদুর পরে মাকে বরণ করেন ।এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। জানা যায় সেই সময় ছিল ইংরেজ শাসন ।যার জন্য প্রকাশ্য স্থানে মেয়েদের আসা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। সেই কারণেই এখানকার যারা পুজো করতেন তারাই মহিলা সেজে এয়ো হয়ে মাকে বরণ করতেন ।সেই প্রথা আজোও আবহমান কাল ধরে চলে আসছে। তেঁতুলতলা মায়ের এই বরণ পর্ব দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার ভক্তের ঢল নেমেছে গৌরহাটি তেঁতুলতলার জগদ্ধাত্রী মন্ডপে। অত্যন্ত জাগ্রত এখানকার মায়ের কাছে বিদায় কালে আশীর্বাদ নিতে এসেছেন মানুষজন। তাদের একটাই প্রার্থনা মা সকলকে ভালো রেখো। সমাজকে ভালো রেখো। সবাই যেন সুখে শান্তিতে বাস করতে পারে প্রত্যেকের বাড়ি সমৃদ্ধিতে ভরে উঠুক এইটাই প্রার্থনা মায়ের কাছে।

Loading