সোমালিয়া ওয়েব নিউজ: এবার দক্ষিণী রাজ্যে গিয়েও চেনা ভূমিকাতেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজ্যপাল লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতেই তামিলনাড়ুতে গিয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়। এদিন সকালে অনুষ্ঠান বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী, তবে বাড়িতে ঢোকার মুখেই স্থানীয় শিল্পীরা বাজাচ্ছিলেন ঢাকের মতো বাদ্যি ‘ছেন্দা’। সেই বাদ্যি দেখেই দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী, শিল্পীদের সঙ্গেই তালে তাল মিলিয়ে ঢাকের মতোই বাজালেন দক্ষিণী বাদ্যি।এদিন সকাল ১০টা নাগাদ লা গণেশনের চেন্নাইয়ের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী-সহ বাকি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতেই বাড়ির ঠিক বাইরে আয়োজন করা হয়েছিল দক্ষিণ ভারতীয় বাজনার। কড়া নিরাপত্তা বেষ্টনীতে গাড়ি থেকে নেমেই মুখ্যমন্ত্রী এগিয়ে যান সেই বাদকদের দিকে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে বাজনা শোনার পর, তিনি নিজেও হাত বাড়িয়ে দেন, ছেন্দার কাঠি হাতে তুলে নিয়ে বাকি বাদকদের সঙ্গে তালে তাল মিলিয়ে সেই বাজনা বাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর এই সৌজন্য ও আগ্রহে মুগ্ধ হয়ে যান বাজনা বাদকরাও।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা