October 5, 2025

আরামবাগ শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ডেঙ্গু নিয়ে সচেতন করলেন বাউল শিল্পী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: সারা বছরই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়ে সাধারন মানুষকে সচেতন করে বেড়ান। এর আগে ডাইনি থেকে শুরু করে মাদক, পলিথিন ব্যাগ বর্জন, সাপ নিয়ে কুসংস্কার এমনকি করোনা কালেও সাধারণ মানুষকে বাউল গানের মধ্যে সচেতন করতে আরামবাগে ছুটে এসেছেন। এবার তাঁর বাউল গানের মধ্য দিয়ে ডেঙ্গি রোগ কিভাবে এড়ানো যায় তা সাধারণ মানুষকে বোঝাতে আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়ালেন বর্ধমান শহরের বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত। বুধবার তিনি আরামবাগ বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, পিসি সিন রোড সহ বিভিন্ন এলাকায় বাউল গানের মাধ্যমে মানুষকে তাঁদের কর্তব্য সম্পর্কে বোঝালেন। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও। তিনি তাঁর গানের ভাষায় বোঝালেন, ‘জমা জল মশাবাহিত রোগের কারণ/ জল জমতে দিয়ে ডেকে এনো না মরণ।’ কিংবা ‘ডেঙ্গি জ্বর কিনা জানা যাবে রক্তের এ্যালাইজা টেস্ট করার পরে/ হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি নিজে ডেঙ্গি জ্বর ভেবো নারে।’ মশাবাহিত রোগের উপর এরকম বেশ কিছু গানের মাধ্যমে এদিন তিনি সাধারণ মানুষকে বোঝান। এছাড়াও প্রশাসনকেও সচেতন থাকার পরামর্শ দেন। স্বপনবাবুর বাড়ি বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড়-এ। এ্যাকাউন্টেন্সি অনার্স পাস করে তিনি ছবি আঁকা, গান, নাচ, তবলাসহ নানা রকমের হাতের প্রশিক্ষণ নিয়েছেন। রোজগার বলতে তাঁর এইসব শিল্পকর্ম থেকেই। রাজ্য সরকারও তাঁকে বাউল শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর্থিক অবস্থা তেমন ভাল নয়। কিন্তু তবুও কোথাও কোন সচেতনতামূলক প্রচারের প্রয়োজন হলেই কোলডুগি আর একতারা নিয়ে একাই বেরিয়ে পড়েন। তা সে ডাইনি প্রথা বা নির্মল বাংলাই হোক আর ভোটদানে উৎসাহ দিতেই হোক। এমনকি বাংলাদেশ থেকেও ঘুরে এসেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা পত্র পেয়েছেন। শিল্পী স্বপন দত্ত জানালেন, কয়েকদিন ধরে খবরের কাগজের পাতায় ডেঙ্গি নিয়ে হৈচৈ হচ্ছে। তাই সেই খবর পড়ে থেমে থাকতে পারেননি। তাই নিজের লেখা গান গেয়েই আরামবাগে মানুষকে সচেতন করার জন্য ছুটে এসেছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসীও।

Loading