সোমালিয়া ওয়েব নিউজ: পিতা উদয়ন চৌধুরী ও মা কবিতা চৌধুরী- এলাকার সুপরিচিত ডাক্তার। এইরকম হাইপ্রোফাইল পরিবারের সন্তানের জন্মদিন মানেই সাজোসাজো রব, উৎসবের মেজাজ। বড় প্যাণ্ডেল, মায়াবী আলোর ঝলকানি, হাল্কা মিউজিক। বাড়িতে রঙিন পোশাকে সজ্জিত আত্মীয় স্বজনের ভিড়, নিজেদের পেশার জগতের মানুষের উপস্থিতি যেখানে স্বাভাবিক ঘটনা সেখানে গত এগারো বছর ধরে সম্পূর্ণ অন্য ধরনের পরিবেশে নিজেদের একমাত্র সন্তানের জন্মদিন পালন করে চলেছেন দুর্গাপুরের ডাক্তার দম্পতি।গত ১০ই নভেম্বর ছিল একমাত্র কন্যা অনুস্মিতার এগারোতম জন্মদিন। পরিচিত চারদেওয়ালের মধ্যে নয়, তার বাইরে জন্মদিনের অঙ্গ হিসাবে চিরাচরিত কেক কাটা বা মোমবাতি নেভানোর সঙ্গে সঙ্গে ডাক্তার দম্পতির সৌজন্যে এলাকাবাসী একটু অন্যরকম পরিবেশের সাক্ষী থাকার সুযোগ পেল। এদিনই দিনের আলোর মুখ দেখলো ডাক্তার দম্পতির নতুন প্রকল্প 'ছোঁয়া'। উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে প্রতিভা থাকা সত্ত্বেও যেসব গরীব ঘরের শিশুরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়না তাদের দিকে স্নেহের ছোঁয়া অর্থাৎ স্পর্শ দেওয়া। ঠিক হয় এইরকম অসহায় প্রতিভাবান শিশুদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা, অঙ্কন, নৃত্য, গীত ইত্যাদি শেখানোর সঙ্গে সঙ্গে বিনা খরচে শিক্ষা সামগ্রী দেওয়া হবে। প্রথম দিনেই এলাকার বাছাই করা পঞ্চাশটি শিশু পায় 'ছোঁয়া'-র স্নেহের স্পর্শ। তাদের হাতে তুলে দেওয়া হয় স্কুলের ব্যাগ ও টিফিন। ডাক্তার দম্পতির আশা আগামী দিনে 'ছোঁয়া' সবার হৃদয় ছুঁয়ে যাবে।শুধু তাই নয় সন্তানের জন্মদিন উপলক্ষ্যে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবির থেকে মোট ৩৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে অর্ধেকের উপর ছিল মহিলা। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য অন্যান্যদের সঙ্গে ডাক্তার দম্পতিও রক্তদান করেন। ডাক্তার দম্পতিকে রক্তদান করতে দেখে আরও অনেকেই রক্তদান করতে ইচ্ছুক হলেও প্রয়োজনীয় কিটের অভাবে তাদের রক্ত নেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক