সোমালিয়া ওয়েব নিউজ: ২০১৮ সালে তাঁকে শেষ দেখা গিয়েছিল বড়পর্দায়। তবে টেলিভিশনে তাঁকে নিয়মিত বিভিন্ন রিয়্যালিটি শোতে বিচারকের আসনে পাওয়া যায় মালাইকাকে। বিশেষ করে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কে এবার শিলমোহর পড়তে চলেছে কি না তা নিয়েই জল্পনা ছিল তুঙ্গে। আবার অনেকের ধারণা ছিল তিনি সিনেমায় কামব্যাক করতে চলেছেন। তবে এবার এলো আসল খবর। তিনি না অর্জুনকে হ্যাঁ বলেছেন, না সিনেমায় ফিরছেন। বরং তিনি ডেবিউ করতে চলেছেন ডিজিটাল মাধ্যমে। আসছে তাঁর নিজস্ব শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। কী থাকবে এই শোতে? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। মালাইকা তাঁর নতুন শো নিয়ে যথেষ্ট উত্তেজিত। নিজেই সে কথা স্বীকার করেছেন। তিনি নাকি জানান, “একটা লম্বা সময় ধরে পৃথিবী আমাকে দেখেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি খুব উত্তেজিত এবার বিষয়টা বদলাবে। এই শোয়ের মাধ্যমে আমি সেই বাঁধা দূর করতে চাই আমার এবং আমার অনুরাগীদের মধ্যে বরং আমি তাঁদের আমার পৃথিবীতে আমন্ত্রণ জানাতে চাই।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল