সোমালিয়া ওয়েব নিউজ: ‘দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পড়ল দ্বিতীয় বর্ষে। আবু ধাবির ইয়াস আইল্যান্ডে ২০২৩ সালের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি।এর ‘আইফা রকস’ হচ্ছে সুরের অনুষ্ঠান। গান, নাচ, ছবি, ফ্যাশনের সমন্বয়ে তৈরি হবে এক অদ্ভুত মিশেল। হাজির থাকবেন একগুচ্ছ বলি তারকা। তাঁদের মধ্যে অমিত ত্রিবেদী বাদশাহ নিউক্লেয়া সুনিধি চৌহান অন্যতম।কর্ণ জোহর নাকি জানিয়েছেন এইবারের ‘আইফা রকস’ সঞ্চালনা করতে পেরে তিনি উত্তেজিত। তিনি বলেন, ‘গত দুই দশক ধরে আইফার সঙ্গে আমি একটা বিশেষ সম্পর্ক গড়ে তুলেছি। ফারহার সঙ্গে মঞ্চ মাতাতে বেশ খুশি হব।ফারহা খান, গত বছরের ‘আইফা রকস’ সঞ্চালনা করেছিলেন অভিনেতা অপারশক্তি খুরানার সঙ্গে। এই বছরও অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসেবে থাকতে পেরে তিনি আনন্দিত। ফারহা বলেন, ‘আমি ফিরব ফেব্রুয়ারিতে, ঠিক ৯ মাস পর, সন্তানকে ধারণ করতে আবার। আর সহ সঞ্চালক হিসেবে কর্ণের সঙ্গে কাজ করার মজাই আলাদা।’
আইফা রকস ২০১৯’-এ পারফর্ম করেছিলেন সঙ্গীত পরিচালক ও গায়ক অমিত ত্রিবেদী। এবার ফের পারফর্ম করতে হবে জেনে খুবই উচ্ছ্বসিত তিনিও।

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল