October 6, 2025

বন্ধুর প্রতি অগাধ ভালোবাসা,শাড়ি পরে বন্ধুর বিয়ের আসরে দুই বিদেশী

সোমালিয়া ওয়েব নিউজ: এবার বরের বিয়েতে বরপক্ষের দুই যুবক শাড়ি পরেই হাজির হয়েছিলেন বিয়ের আসরে। বন্ধুর বিয়েকে ভারতীয় ঐতিহ্যবাহী শাড়িকেই বেছে নিয়েছিলেন দুই বিদেশী যুবক।শিকাগোর রাস্তায় শাড়ি, ব্লাউজ পরে দিব্যি সাবলীল ভাবে হাঁটাচলা করেছেন ওই দুই বিদেশি। তাঁদের এমন অভিনব ভাবনা দেখে আল্পুত নেটিজেনরা। আর বর নিজেই বোঝেননি যে এভাবে সারপ্রাইজ পাবেন। দুই বন্ধুর কীর্তি দেখে প্রথমটাই একদম চমকে গিয়েছিলেন তিনি। শিকাগোর রাস্তায় দুই বিদেশি যুবকের শাড়ি পরে হাঁটার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।আর পাঁচটা বিয়ের মতোই সবকিছু হয়েছিল এই বিয়েতেও। কিন্তু সবশেষে একদম চমক দিয়েছেন বরের দুই বন্ধু। দিব্যি শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরে শিকাগোর রাস্তায় হেঁটে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা। বরের কাছে পৌঁছে তাঁকেও দিয়েছেন দারুণ চমক। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এই ভিডিও দেখে। অনেকেই বলেছেন যেভাবে এই দুই যুবক শাড়ি পরে সবটা সামলেছেন তা সত্যিই প্রশংসনীয়।

Loading