সোমালিয়া ওয়েব নিউজ: মুম্বইয়ের যমজ বোন একই পুরুষকে বিয়ে করার জন্য একটি উদ্ভট চুক্তিতে প্রবেশ করেন এখন যেটি ৪৯৪ ধারার অধীনে একটি নন-কগনিজবল অপরাধ, মামলা দায়ের করা হয়েছে।সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, যমজ দুই বোনের নাম রিঙ্কি ও পিঙ্কি, তাঁদের বয়স ৩৬। তাঁরা দুজনেই অতুলকে বিয়ে করতে রাজি হন। এমনকী আপত্তি তোলেনি তাঁদের পরিবারও। সূত্রের খবর, রিঙ্কি, পিঙ্কি ও অতুল ছোটবেলা থেকে একই বাড়িতে থেকেছেন, একইসঙ্গে তাঁদের বেড়ে ওঠা। রিঙ্কি ও পিঙ্কির বাবার মৃত্যুর পর থেকে অতুলই তাঁদের পরিবারকে সাহায্য করত।ভিডিও থেকে পরিষ্কার, বিয়েতে কোনও রাখ ঢাক ছিল না। সকলের সামনে সাড়ম্বরেই বিয়ের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন অনেকেই। দুই কনের নাম ও বরের নাম খুব স্পষ্ট করেই অনুষ্ঠান স্থলে লেখা ছিল। ভিডিওয় হিন্দু রীতি মেনে মালাবদলের অনুষ্ঠান নজরে পড়ছে। দুই বোনই হবু বরের গলায় একসঙ্গে মালা পরানোর চেষ্টা করছেন। আশেপাশে প্রচুর নিমন্ত্রিত। সকলেই উৎসাহ জোগাচ্ছে। প্রসঙ্গত, দুই বোনই আইটি সংস্থায় কর্মরত। পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে অকলুজ থানায় বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ (স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় আবার বিয়ে করা) ধারার অধীনে একটি অ-জ্ঞানযোগ্য (এনসি) মামলা দায়ের করেছে। সূত্রের খবর, ওই দুই বোন একই পাত্রকে বিয়ের সিদ্ধান্ত নেন কারণ আলাদা থাকতে চাননি তাঁরা। কিন্তু বরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা রাহুল ভরত অভিযোগ দায়ের করেন।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন