সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তীকে নিয়ে উঠল ঝড়। কারণ নাকি চতুর্থ বিয়ে করে ফেলেছেন টলিউডের এই সুন্দরী।এর আগে শ্রাবন্তী তিন-তিনবার বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন। পরিচালক রাজিব বিশ্বাস থেকে শুরু করে কৃষ্ণ ব্রজ, রোশন সিং, কারও সঙ্গেই সম্পর্কের জল খুব বেশি দূর গড়ায়নি। অথচ অনেক আশা নিয়ে সমালোচনাকে পাত্তা না দিয়ে নতুন সংসার গড়ার আশায় বারবার বিয়ে করেছেন শ্রাবন্তী। তৃতীয় বিয়ে ভাঙ্গার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে নিন্দুকরা তাকে অনবরত প্রশ্ন করেছিলেন চতুর্থ বিয়ে কবে হচ্ছে?অবশেষে আবারও বিয়ের সাজে ধরা দিলেন শ্রাবন্তী। কমলা-গোলাপি রঙের বেনারসি, সর্বাঙ্গে সোনার গয়নার সাজ, কপালে চন্দনের কলকা আঁকা, মাথায় শোলার মুকুট পরে নববধূর সাজে ধরা দিলেন টলিউড সুন্দরী। এমন সাজে সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন তিনি। যা দেখে আবারও উঠেছে সমালোচনার ঝড়।যদিও ভিডিও থেকে বেশ স্পষ্ট এই যে এটা শ্রাবন্তীর ব্রাইডাল লুক। অর্থাৎ নববধূর সাজে সেজে ফটোশুট করেছেন অভিনেত্রী। সত্যি সত্যিই তিনি চতুর্থ বিয়ের পিঁড়িতে বসেছেন এমনটা নয়। এই ফটোশুটের শ্রাবন্তীকে সঙ্গ দিয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক রবিশ। তবে শ্রাবন্তীকে ট্রোল করার এমন সুবর্ণ সুযোগ ছেড়ে দেননি নেট নাগরিকরা। তারা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তার দিকে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল