October 6, 2025

অভিনব উদ্যোগ স্কুলের: সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের মেজাজে রুবেলা ভ্যাকসিন

সোমালিয়া সংবাদ, গোঘাট: অভিনব উদ্যোগ বিদ‍্যালয়ের। ভ্যাকসিনের ভীতি কিছুটা লাঘব করার জন্য  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রুবেলা ও হাম ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বেলডিহা অশোক শিশু শিক্ষা নিকেতনের। বর্তমানে এই স্কুলে শিশুশ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াইশো ছাত্রছাত্রী পড়াশোনা করে। এদিন এই বিদ্যালয়ের পক্ষ থেকে ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভ‍্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিদ্যালয়ের কর্ণধার অশোক চক্রবর্তী জানান, এই  বিদ্যালয়ে শুধু এই অঞ্চলেরই নয়, আশেপাশের বহু গ্রাম থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তাই ভ্যাকসিন নিতে এসে দীর্ঘক্ষণ বসে থাকার সময় ভ্যাকসিন নেওয়ার ভীতি থেকে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে মঞ্চ বেঁধে নাচ-গান, কবিতা পাঠ, যোগাসন প্রদর্শনী,  আলোচনা, বক্তৃতা ইত্যাদির আয়োজন করা হয়। আর তাতে অংশগ্রহণ করে ওই ছোট ছোট পড়ুয়ারা নিজেরাই। তারা সারাক্ষণ অনুষ্ঠানের আনন্দে মেতে উঠে। তারই মাঝে এক একজন করে ভ্যাকসিন দেওয়া হয়। এর ফলে তাদের ভ্যাকসিন নেওয়ার কষ্ট অনেকটাই দূর হয়ে যায়। অশোকবাবু আরও জানান, এদিন মোট ২১৯ জন ছাত্রছাত্রী এই ভ্যাকসিন গ্রহণ করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। সৌমেন মন্ডল অর্ধেন্দু পাল প্রমূখ অভিভাবকরা  জানান, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা যেভাবে আয়োজন করেছেন তা অনেকেই করতে পারেন না। ভ‍্যাকসিন নেওয়ার সময়টুকু বাদ দিলে বাকি সময় ছোট ছোট পড়ুয়ারা সারাক্ষণ আনন্দে মেতেছিল। একবারের জন্যও তাদের মধ্যে কোন 

Loading