সোমালিয়া ওয়েব নিউজ: আমাদের অজ্ঞতার জন্য প্লাস্টিক জাতীয় জিনিসের অতিরিক্ত ব্যবহার আমাদের জীবন তথা সমাজকে চরম সমস্যায় ফেলে দিচ্ছে। জল নিকাশী ড্রেনের মুখ আটকে নিকাশী ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। সঙ্গে বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ তো আছেই। নিয়ন্ত্রণ তো দূরের কথা, দিনের পর দিন পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। শেষপর্যন্ত, দেরিতে হলেও, সরকারের পক্ষ থেকে প্লাস্টিক ব্যবহার সংক্রান্ত একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেগুলি প্রয়োগ করার ক্ষেত্রে স্হানীয় প্রশাসন যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে। নিয়মিত তারা বাজার পরিদর্শন শুরু করেছে এবং এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন করার চেষ্টা করছে। অতীতে মেলার শেষে যত্রতত্র ছড়িয়ে থাকা প্লাস্টিকের প্যাকেট সেই ইঙ্গিতই দেয়। নিজেদের দীর্ঘদিনের প্রচেষ্টাকে ব্যর্থ হতে না দেওয়ার জন্য প্রথম দিনেই যৌথভাবে মাঠে নেমে পড়েছে রাজ্য পৌরনিগম উন্নয়ন সংস্হার (সুডা) স্হানীয় সদস্যরা ও গুসকরা পুরসভার নির্মল সাথীর সদস্যরা।এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান বললেন – সমাজকে প্লাস্টিক মুক্ত করার দায়িত্ব সবার। তাই মেলা কমিটির সভাপতি হিসাবে নিজের দায়িত্ব সামলে আমি ওদের সঙ্গে সামিল হয়েছি। এরফলে ওরা যেমন আমাকে পেয়ে উৎসাহিত হয়েছে তেমনি সাধারণ মানুষ প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে কিছুটা কুণ্ঠাবোধ করেছে। তিনি আরও বললেন – আগামী ক’দিন আমাদের কাউন্সিলাররা মেলা প্রাঙ্গনে যথেষ্ট সতর্ক থাকবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক