সোমালিয়া ওয়েব নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, তার দিকে তাকিয়ে তামাম বিশ্ব। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব বাজারে মন্দা দেখা দিয়েছে। এর মধ্যে রাশিয়ার এক ‘সাইকিক’ এই যুদ্ধ শেষ হওয়া নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছেন। মিরেলা গ্যাসানোভা নামক এক জ্যোতিষী ও জাদুকর যুদ্ধের শেষ নিয়ে জানিয়েছেন রুশ সংবাদমাধ্যমকে। রুশ খবরের কাগজ মস্কোভস্কিজ কোমোসোমোলেটসের কাছে এ কথা জানিয়েছেন তিনি।এই সংবাদমাধ্যমটি গত কয়েক মাস ধরেই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেবনিয়ে ভবিষ্যদ্বাণী করছেন, এমন মানুষের সঙ্গে কথা বলছে এই সংবাদমাধ্যমটি। তেমনই একজন হলেন মিরেলা গ্যাসানোভা। তিনি জানিয়েছেন, কোনও পক্ষের সমর্থন ছাড়া কোনও চুক্তিই কার্যকর হতে পারে না। তাই শান্তির চুক্তির কথা বলে লাভ নেই।ইউক্রেনে রাশিয়া ঘাঁটি তৈরি করবে। তাঁর মতে, যখনই ইউক্রেনের থেকে রাশিয়ার আর কোনও বিপদ থাকবে না, তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আত্মসমর্পণ করবেন বলে মনে করছেন ওই রুশ জ্যোতিষী। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এ সব কত দিনে ঘটবে। এর উত্তরে ওই মহিলা জানান, খুব তাড়াতাড়ি ইউক্রেনে রাজনৈতিক পরিবর্তন ঘটবে। জেলেনস্কির আত্মসমর্পণের মধ্যে দিয়েই এই পরিবর্তন আসবে বলে মনে করেন গ্যাসানোভা।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু