October 5, 2025

চীন আবার নতুন অস্ত্র কিনছে, সচেতন হয়ে উঠছে ভারতীয় সেনা

সোমালিয়া ওয়েব নিউজ: শান্তির বার্তার মাঝেই সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া চিন। আবার নতুন করে একগুচ্ছ অস্ত্র কিনেছে তারা। ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ২০২০ সালে গালওয়ানে চিনা ফৌজ যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, অনুরূপ অস্ত্র আবার কিনেছে তারা। প্রশ্ন উঠেছে, আবার কি তলে তলে গালওয়ানের মতো কোনও হামলার ছক কষছে বেজিং?আপাত ভাবে বেজিঙের দাবি, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ মিটিয়ে নেওয়ার পক্ষপাতী চিন সরকার। গত সপ্তাহে জি২০ বৈঠকেও ভারত এবং চিনের মধ্যে কূটনৈতিক সুসম্পর্কের ছবি দেখা গিয়েছিল। কিন্তু প্রকাশ্যে মিত্রতার সুর থাকলেও নেপথ্যে তার তাল কাটছে বলেই মত বিশেষজ্ঞদের। কারণ, চিন যে অস্ত্রশস্ত্র সম্প্রতি কিনেছে, তা অদূর ভবিষ্যতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় হামলার কাজে ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।চিনের শাসকদল পিপলস‌্‌ লিবারেশন পার্টি গদাজাতীয় বেশ কিছু অস্ত্র কিনেছে বলে খবর। সেই গদার তিনটি অংশ রয়েছে। সবচেয়ে উপরে কাঁটাযুক্ত ফোলা অংশ, এটিই শত্রুকে আঘাত করতে কাজে লাগে। এ ছাড়া রয়েছে, একটি লোহার লম্বা রড এবং একটি সুচালো প্রান্তভাগ। সব মিলিয়ে অস্ত্রটি ১.৮ মিটার লম্বা। গালওয়ানে এমন অস্ত্রই ব্যবহার করা হয়েছিল। ভারতীয় জওয়ানদের পেরেক লাগানো লোহার রড দিয়ে আক্রমণ করেছিল চিনের সেনা। ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল তাতে।

Loading