October 6, 2025

তালিবান ও পাক সেনার গুলির লড়াই সীমান্ত এলাকায়

সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তানে সেনা এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর বিদ্রোহীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল দুই শিশুর। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার ভোররাতের ওই সংঘর্ষে নিহত হয়েছেন ৮ টিটিপি যোদ্ধাও।পাক সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)–এর তরফে জানানো হয়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তানের জ়াঙ্ঘারা এলাকায় টিটিপির ডেরায় বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলেও আইএসপিআর–এর মুখপাত্র জানিয়েছেন। প্রসঙ্গত, গত ৮ মার্চ পাক সেনা এবং ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এর যৌথ বাহিনীর অভিযানে উত্তর ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় ৮ জন টিটিপি বিদ্রোহীর মৃত্যু হয়েছিল।
পাক সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে নভেম্বরে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গোপন অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। ডিসেম্বরে অভিযান চালিয়ে টিটিপির মূল ঘাঁটি বান্নু জেলা দখল করে পাক সেনা। তার পর থেকে বিক্ষিপ্ত ভাবে দু’তরফের লড়াই চলছে। এমনকি, আফগানিস্তানের তালিবান বাহিনীর সঙ্গেও সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে পাক সেনা।

Loading