October 6, 2025

আজব শহর, নদীর উপর তৈরি ব্রীজের উপর বাড়িঘর

সোমালিয়া ওয়েব নিউজ: নদীর ওপর ব্রিজ দেখেননি এমন মানুষ খুঁজে মেলা ভার। আর সকলে এটাও জানেন যে ব্রিজ মানে তার ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। হেঁটে মানুষও পারাপার করতে পারেন ব্রিজ। পরিবহণই কিন্তু ব্রিজ তৈরির একমাত্র উদ্দেশ্য। লক্ষ্য নদী পারাপার করা।
কিন্তু এমনও এক ব্রিজ রয়েছে যার ওপর রয়েছে আস্ত একটা শহর। এখানে সারি দিয়ে বাড়ি রয়েছে। দোতলা বাড়িও রয়েছে। সেসব বাড়ির আবার নানা রং। রয়েছে দোকানও।আবার সাজানোর বন্দোবস্তও রয়েছে। যেমন ব্রিজের ওপর রয়েছে অনেক পুতুল সাজানো। রয়েছে একটি পুরনো স্কুল বাস। এমনকি ছোট আকারের হলেও রয়েছে ব্রাজিলের রিও শহরের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু।‌ এসব বাড়িঘরের পাশ দিয়েই রাস্তা। সেই রাস্তা ধরে বাড়িঘর কাটিয়ে পৌঁছে যাওয়া যায় ব্রিজের অন্য পারে।এভাবে একটা আস্ত শহর রয়েছে ব্রিজের ওপর। বাড়িগুলির অনেকগুলি দেখে মনে হয় ব্রিজের রেলিং ধরে ঝুলছে। এটা কিন্তু পরিকল্পনা করেই করা হয়েছিল।পরিকল্পনা ছিল পর্যটকদের আকর্ষিত করা। যাতে তাঁরা এই এলাকায় ঘুরতে আসেন। পর্যটকদের আনাগোনা এতে বেড়েছেও।চিনের চংকুইং শহরের গা দিয়ে বয়ে গেছে লিজিয়াং নদী। এই নদীর ওপর যে সেতু রয়েছে তার ওপরই এই শহর গড়ে তোলা হয়েছে।যেখানে চিনের নিজস্ব স্থাপত্যশৈলীর বাড়ি যেমন দেখা যায়, তেমনই পাশ্চাত্য স্থাপত্য শৈলীর বাড়িও নজর কাড়ে। তবে এত সুন্দর সাজানো এক শহরে কিন্তু মানুষ থাকেন না। পুরোটাই ফাঁকা পড়ে আছে।

Loading