October 5, 2025

বহু প্রতীক্ষিত কামারপুকুর অঞ্চলে রাস্তার শিলান্যাস করলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার

সোমালিয়া সংবাদ, গোঘাট: মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার রাস্তাটি পাকা করার। বাম আমল থেকেই এই দাবি জোরালো হয়েছিল। কিন্তু তা বাস্তবের মুখ দেখেনি। এরপর ২০১৬ সালে গোঘাট বিধানসভার নেয় তৃণমূল বিধায়ক তরুণ তুর্কি মানস মজুমদার। পরে তাঁর কাছেও এলাকার মানুষজন ওই একই দাবি জানিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে সেই রাস্তাটিরই শিলান্যাস হয়ে গেল। ফিতে কেটে এর সূচনা করেন বিধায়ক মানস মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মন্ডল, গোঘাট দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারি, সহ-সভাপতি প্রভাত ব্যানার্জি, পঞ্চায়েত সদস্য শুভ্রপ্রকাশ লাহা প্রমুখ। জানা গেছে, এই রাস্তার দৈর্ঘ্য ৬ কিলোমিটার ৭৫০ মিটার। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১১ লাখ ১৮ হাজার ১০৯ টাকা। রাস্তাটি সাতবেড়িয়া দ্বারিয়াপুর রামকৃষ্ণ আশ্রম থেকে পুখুরিয়া গ্রাম হয়ে হলদি পোল পর্যন্ত তৈরি হবে। জানা গেছে, রাজ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই কাজ করা হবে। এদিন বিধায়ক মানস মজুমদার বলেন, গত পাঁচ বছরে গোঘাটের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু উপহার দিয়েছেন। কামারপুকুরকে সাজানোর জন্য তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। অন‍্যদিকে এলাকার মানুষ এই রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন দাবি জানিয়েছিলেন। তাই সেই দাবি পূরণের উদ্দেশ্যেই এদিন  শিলান্যাস হল। আমি এর ফলে ভীষণ খুশি। পাশাপাশি তিনি জানান, রাস্তা হয়ে যাওয়ার পর তার দেখাশোনার ভার থাকবে এলাকার মানুষের ওপর।

Loading