October 6, 2025

বিজেপি সরকারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে আবির, ঋতুপর্ণা, গৌতম ঘোষ, অরিন্দম শীল, পাওলি দাম, জল্পনা রাজনৈতিক মহলে

 সোমালিয়া ওয়েব নিউজ: বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। রাজনৈতিক নেতা-নেত্রীদের দলবদল, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসভা এসব তো রয়েছেই। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে যুক্ত হয়েছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের রংবদল। কেউ লাল ছেড়ে সবুজ, আবার কেউ লাল-সবুজ ছেড়ে গেরুয়া। একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য ছিল বামেদের। পরবর্তীকালে রাজ্যে ক্ষমতার হাতবদলের সঙ্গে সঙ্গে টলিপাড়ারও হাতবদল হয়। সেখানে তৃণমূল নতুন করে আধিপত্য বিস্তার করে। এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী তৃণমূলে যোগদান করে সাংসদ-বিধায়ক হন।  কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে শক্তিশালী বিরোধী দল হিসেবে লড়াই করতে নামছে বিজেপি। তাঁদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তাঁরাই এরাজ্যে ক্ষমতায় আসবে। তাই এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। আর তারই জেরে একের পর এক টলিউড অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগদান করছেন। ইতিমধ্যেই রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তারই মাঝে জল্পনা চলছে মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎকে নিয়ে। এরইমধ্যে সোমবার আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। এদিন কেন্দ্রের বিজেপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রী এমনকি প্রযোজক-পরিচালকরাও বৈঠক করলেন। যদিও এই বৈঠককে সম্পূর্ণ অরাজনৈতিক বলা হচ্ছে তবুও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজিপি শিবিরের এক ঝাঁক নেতা-নেত্রী। যাঁদের মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়, রূপা গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ। তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনার তুঙ্গে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ডেভলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে। এটা কোন রাজনৈতিক আলোচনা বা বৈঠক ছিল না। অভিনেতা-অভিনেত্রী ও ফিল্মের সঙ্গে যুক্ত কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায় পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী, গৌতম ঘোষ। এছাড়াও ছিলেন তিন বড় প্রযোজক মহেন্দ্র সোনি, নিস্পাল সিংহ, অশোক ধানুকা। ছিলেন অভিনেতা অরিন্দম শীল, সুরকার ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, মমতা শংকর, অশোক বিশ্বনাথন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে এই অনুষ্ঠানে প্রসেনজিৎকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। অন্যদিকে যশ দাশগুপ্ত অসুস্থ থাকায় আসতে পারেননি। স্বাভাবিকভাবেই একসঙ্গে এত অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকদের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পাশাপাশি উজ্জীবিত বিজেপি। যদিও এই বৈঠকে যোগদানকারীরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক বৈঠক ছিল। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একমাত্র আগামী দিনই বলবে এই সমস্ত জল্পনার কোন অর্থ আছে কিনা।

Loading