সোমালিয়া সংবাদ, আরামবাগ: ট্রেনের মধ্যে জ্বলছে দাউ দাউ করে আগুন। লাইনের উপর উল্টে পড়ে রয়েছে বগি। চারদিকে চিৎকার ‘বাঁচাও বাঁচাও’। মঙ্গলবার রাতে ট্রেন দুর্ঘটনার এমনই মকড্রিল দেখতে ভিড় উপচে পড়লো আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন রেল স্টেশনে। ট্রেন দুর্ঘটনা হলে কিভাবে তার মোকাবিলা করতে হবে, এদিন তারই মহড়া দেওয়া হয় পূর্ব রেলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রেলের আধিকারিক থেকে শুরু করে এনডিআরএফ, দমকল, পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীরা সকলেই। আরামবাগ স্টেশনে এই অভিনব ঘটনাকে ঘিরে এদিন সকাল থেকেই ছিল জোর প্রস্তুতি। আগে থেকেই ট্রেনের দুটি বগি ক্রেন দিয়ে লাইনের উপর উল্টে দেওয়া হয়। রাত বারোটার সময় শুরু হয়ে যায় মহড়া। উপস্থিত কর্মীরা মহড়া শুরুর আগে একটি বগির মধ্যে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার বিগ্রেড, থানা সহ রেলের আধিকারিকদের। ঠিক যেমনভাবে দুর্ঘটনা হলে খবর দেওয়া হয়। এরপর একে একে ফায়ার ব্রিগ্রেডের কয়েকটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আরামবাগ ফায়ার ব্রিগেড ওসি পিনাকী দাসের নেতৃত্বে তারা উদ্ধারকাজ শুরু করে। তার আগেই অবশ্য স্থানীয় রেল কর্মীরা এবং রেল পুলিশ উদ্ধারের কাজে হাত লাগিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ প্রমুখ পুলিশ আধিকারিক ও কর্মীরা। তাঁরা নিরাপত্তা ও ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই মহড়া চলে বেশ কয়েক ঘন্টা। মহড়া দেখতে আসা স্থানীয় বাসিন্দা জামির মুর্শেদ বলেন, এটা আরামবাগবাসীর কাছে একটা সুবর্ণ সুযোগ। ট্রেনে যাতায়াতের সময় এরকম দুর্ঘটনার কবলে পড়লে কিভাবে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব বা অন্য কেউ দুর্ঘটনার কবলে পড়লে আমরা কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব তা এদিন রেলের আধিকারিকরা হাতে-কলমে করে দেখালেন। এছাড়া বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক ও কর্মকর্তাদের ভূমিকাও পরীক্ষামূলকভাবে দেখানো হয়। এ বিষয়ে আরামবাগ এসডিপি অভিষেক মন্ডল বলেন, ট্রেন লাইনচ্যুত হয়ে বগি উল্টে পড়লে বা আগুন ধরে গেলে কিভাবে উদ্ধারকাজ করতে হবে তারই একটা মকড্রিল অনুষ্ঠিত হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি