October 5, 2025

আরামবাগে চালু হয়ে গেল গরিব মানুষদের জন্য ৫ টাকায় ডিম-ভাত

সোমালিয়া সংবাদ, আরামবাগ: কলকাতাসহ রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শুক্রবার আরামবাগেও শুরু হয়ে গেল গরিব মানুষদের জন্য ‘মা কমন কিচেন’ অর্থাৎ এখানে সাধারণ মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডিম-ভাত খাওয়ার সুযোগ পাবেন। এদিন থেকেই এই পরিষেবা চালু হয়ে গেল। আরামবাগ তিন নম্বর ওয়ার্ডে আরামবাগ পুরসভার ভবঘুরে ভবনের  একটি হলঘরে এই পরিষেবা চালু করা হয়। এদিন এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  আরামবাগ পুরপ্রশাসক স্বপন নন্দী। এছাড়াও  উপস্থিত ছিলেন পুরসভার বিদায়ী কাউন্সিলর প্রদীপ সিংহরায়, দিপালী চ্যাটার্জি প্রমুখ। এদিন গরিব মানুষদের পাতে ডিম ভাত ছাড়াও দেওয়া হয় ফুলকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা এবং ডাল। এদিন খাওয়ানোর দেখভাল করেন পুরপ্রশাসক স্বপনবাবু নিজেই। এই খাবার খেয়ে সকলেই খুবই তৃপ্ত । খাওয়ার পর মঙ্গলা সর্দার বলেন, মাত্র পাঁচ টাকায় ডিম-ভাত ও সবজি এই বাজারে পাওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষদের জন্য সেই ব্যবস্থা করেছেন। এর ফলে আমাদের মত মানুষ খুবই উপকৃত হব। অন্যদিকে এ বিষয়ে আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, সারা বছরই মা মাটি মানুষের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেবে নতুন নতুন প্রকল্প বের করেন। এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের যাতে পেটপুরে খেয়ে বাঁচার কোন অসুবিধা না হয় তারই ব্যবস্থা করেছেন। এদিন প্রায় ১৫০ জন এই খাবার খেয়েছেন।  প্রতিদিন ডিম-ভাত ছাড়াও একটি সবজি দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে রান্নার ব্যবস্থা করা হয়েছে। তারাই প্রতিদিন এই কাজ করবেন। আর যাঁরা এই ডিম-ভাত খাবেন তাঁদেরকে আগে থেকে নাম লিখিয়ে দিতে হবে। সেই অনুযায়ী রান্না করা হবে।

Loading