October 5, 2025

আরামবাগে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর: অভিযুক্ত বিজেপি

সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি সিনেমাতলা এলাকায়। এই ঘটনায় পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। তার নাম রাজু রানা। তার বাড়ি ওই এলাকাতেই। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সুশান্ত ঘোষ। তাঁরও বাড়ি গৌরহাটিতেই। তিনি ওই এলাকারই তৃণমূলের সক্রিয় কর্মী। সুশান্ত ঘোষের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে জড়িত। বেশ কয়েকদিন ধরেই বিজেপি কর্মীরা তাঁকে হুমকি দিচ্ছিল। বৃহস্পতিবার রাতে তিনি গৌরহাটি সিনেমাতলায় একটি কালভার্টের কাছে কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। তখন কয়েকজন বিজেপি কর্মী তাঁর ওপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন।  খবর পেয়ে পরিবারের সদস্য ও দলীয় কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।  তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে আরামবাগ  হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। তিনি বলেন, নির্বাচনের আগেই বিজেপি দিকে দিকে সন্ত্রাস করতে শুরু করেছে। আসলে মা মাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে ওরা ভয় পাচ্ছে। ওরা জানে সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে চলেছেন। আর তাতেই ওদের রাগ গিয়ে পড়েছে তৃণমূল কর্মীদের ওপর। আমরা এই ঘটনার নিন্দা করছি ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। অন্যদিকে বিজেপির  আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনার বিশ্বজিৎ ঘোষ বলেন, তৃণমূল কর্মীকে আমরা হাসপাতালে  দেখতে গিয়েছিলাম। কিন্তু ওনার কিছুই হয়নি। নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওদের একটাই উদ্দেশ্য বিজেপি কর্মীদের ফাঁসানো।

Loading