সোমালিয়া ওয়েব নিউজ: বাংলায় কোভিড সংক্রমণ প্রায় তলানিতে। এই পরিস্থিতিতে বাংলায় হতে চলেছে গণতন্ত্রের মহাযজ্ঞ, বিধানসভা নির্বাচন। ৮দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে কোভিড বিধির কথা মাথায় রেখে বেশ কিছু নতুন নিয়ম সংযোজন এবং হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে কিছু নিয়ম সংযোজন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার হুগলি জেলার জেলাশাসকের উপস্থিতিতে জেলাশাসক দপ্তরে এক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এবারে ভোটকে কেন্দ্র করে প্রার্থী থেকে ভোটার, সবার কি কি করনীয় ও ভোট কেন্দ্রে কি কি নিয়ম বলবৎ করা হচ্ছে তারই বিস্তারিত আলোচনা করেন জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন কর্তারা। এদিন এ বিষয়ে বিস্তারিত জানান জেলা এডিএম নকুল চন্দ্র মাহাতো। এরই পাশাপাশি ভোটার মেশিন ভিভিপ্যাটের কাজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিটার্নিং অফিসার সৌমেন মজুমদার।
এদিন এই ওয়ার্কসপে হাজির ছিলেন বিভিন্ন মাধ্যমের সাংবাদিকরা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি