সোমালিয়া ওয়েব নিউজ: জাপানের হনশু দ্বীপে প্রতি বছর এভাবে নগ্ন হয়ে উৎসব পালন করেন পুরুষরা। এই উৎসবে ভেদাভেদ ভুলে সামাজিক জীবনে সমৃদ্ধ হতে এবং উন্নতির লক্ষ্যে এ ধরনের আয়োজন। সর্বস্তরের পুরুষরা সেখানে যোগ দিতে পারেন। হাজার হাজার পুরুষ নগ্ন হয়ে হাজির হয়েছেন জাপানের ‘হাডাকা মাতসুরি’ উৎসবে। প্রথামাফিক একটি কাপড়ের ঝোলা নিয়ে টানাটানি শুরু হয় শয়ে শয়ে নগ্ন ব্যক্তিদের মধ্যে। স্থানীয়দের বিশ্বাস, ওই ঝোলার মধ্যে থাকা কাঠের টুকরোগুলো আসলে সৌভাগ্যের প্রতীক। সেগুলোর নাগাল পেলেই সমস্ত অশুভ বিষয় থেকে মুক্তি পাওয়া যাবে। তাই প্রতি বছরই সোমিনসাই উৎসবে মেতে ওঠে জাপানের এই এলাকাটি। ‘জাসসো জোয়াসা’ ধ্বনিতে ভরে ওঠে লোয়াতের কোকুসেকি মন্দির প্রাঙ্গন। শয়তান দূর হটো ধ্বনি তুলে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়। তবে এই অনুষ্ঠানের নেপথ্যে থাকে হাজারো রীতিনীতি। অনুষ্ঠান শুরুর আগে কটিবস্ত্র পরে স্নান সারেন পুরুষরা। প্রবল ঠান্ডার মধ্যেই সামান্য বস্ত্র পরেই অনুষ্ঠানে অংশ নেন তাঁরা। কিন্তু প্রবল জনপ্রিয় এই অনুষ্ঠান এবার বন্ধ করে দেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন আয়োজকরা। সেই জন্যই এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু মানুষ। সাম্প্রতিক অতীতে এত বেশি ভিড় শেষ কবে হয়েছিল বলে মনে করতে পারছেন না আয়োজকরা। কেবল অনুষ্ঠানে যোগ দেওয়া নয়, দর্শক হিসাবেও হাজির ছিলেন অনেকেই। হাজার বছরের অনুষ্ঠানের সমাপ্তিটা ক্যামেরাবন্দি করে রাখেন তাঁরা। কেন হঠাৎ বন্ধ করে দিতে হল হাজার বছরের পুরনো অনুষ্ঠানটি? আয়োজকদের মতে, “বয়সের কারণে এই অনুষ্ঠান আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সমস্ত নিয়ম মেনে আয়োজন করা খুবই কঠিন হয়ে পড়ছে। পরের বছর থেকে এই মন্দিরে আর বড় করে পালিত হবে না এই উৎসব। তবে বছরের এই নির্দিষ্ট সময়ে প্রার্থনা অনুষ্ঠান চলবে। এবারই প্রথমবার এই উৎসবে মহিলাদের অংশগ্রহণের অনুমতি মিলেছিল। আগে কেবল পুরুষদেরই এই উৎসবে সামিল হওয়ার অধিকার ছিল। মহিলাদেরও এই উৎসবে সামিল হওয়ার অনুমতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানানো হচ্ছিল। সেই আবেদন-অনুরোধ মেনে অবশেষে ৪০ জন মহিলাকে উলঙ্গ উৎসবে সামিল হওয়ার অনুমতি দিয়েছিল জাপান সরকার। তাছাড়াও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, দীর্ঘদিন ধরেই জাপানে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। আশঙ্কাজনকভাবে জন্মহার কমছে তাই এমন সিদ্ধান্ত জাপান সরকারের।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু