October 5, 2025

১১৪ বছর বয়সে অনন্ত জীবনে যাত্রা করলেন, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ভিসেন্তে পেরেজ

সোমালিয়া ওয়েব নিউজ : বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২২ সালে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরাকে। গত মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। স্থানীয় কর্মকর্তা ও পেরেজের স্বজনদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্ত জীবনে যাত্রা করেছেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি পেরেজকে জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। গিনেসের তথ্যমতে, সেই সময় তার বয়স ছিল ১১২ বছর এবং ২৫৩ দিন। ২০২২ সাল পর্যন্ত পেরেজের পরিবারে ছিল ১১ সন্তান, ৪১ জন নাতি-নাতনি, ১৮ জন প্রপৌত্র এবং ১২ জন প্রপ্রপৌত্র। পরিচিতদের কাছে টিও ভিসেন্টে নামে পরিচিত ছিলেন পেরেজ। পেশায় তিনি ছিলেন কৃষক। ১৯০৯ সালের ২৭ মে আন্দিয়ান রাজ্যের তাচিরার এল কোব্রে শহরে জন্মগ্রহণ করেন পেরেজ। ১০ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন নবম। মাত্র পাঁচ বছর বয়সে বাবা ও ভাইদের সঙ্গে কৃষিকাজ শুরু করেন পেরেজ। মূলত আখ এবং কফি চাষে সাহায্য করতেন তিনি। পরে পুলিশে চাকরি করেছেন।

Loading