সোমালিয়া ওয়েব নিউজ: আস্ত একটা সোনার পাহাড়। সিনেমাতে নয়, বাস্তবেই এবার দেখা মিলল সেই পাহাড়ের। তবে রাজস্থানে নয়, মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। সেখানকার কিভু প্রদেশের লুহিহি এলাকায়। এলাকাটি বুকাবু শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আর সেই এলাকাই এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন দেশের মিডিয়াতে এখন সংবাদ শিরোনামে। নেট দুনিয়ায় উপচে পড়ছে সেই খবরের ছড়াছড়ি। ভাইরাল হয়ে উঠেছে গ্রামবাসীদের সোনা সংগ্রহের বিভিন্ন ভিডিও ও ছবি। জানা গেছে, গ্রামবাসীদের মাটি খোঁড়ার সময় ফেব্রুয়ারি মাসের শেষ দিকে প্রথম হঠাৎ এই সোনার খোঁজ পাওয়া যায়। ওই সোনা জলে ধুতেই চকচক করে ওঠে। তারপর থেকেই গ্রামের মানুষের মুখে মুখে খবরটা ছড়াতে থাকে। গ্রামবাসীরা দলে দলে ওই মাটি সংগ্রহ করার জন্য সেখানে কোদাল, গাঁইতি নিয়ে ছুটে যান। কেউ কেউ নিজের হাতে করেই মাটি সংগ্রহ করে বাড়ি নিয়ে আসেন। তারপর সেই মাটি জলে ডুবিয়ে সোনা বের করছেন। আবার অনেকে জল নিয়েই সেখানে হাজির হয়ে যাচ্ছেন। সেখানে মাটি জলে ডুবিয়ে সোনা নিয়ে বাড়ি ফিরছেন। তবে শুধু ওই গ্রামের মানুষই নয়, আশেপাশের গ্রাম থেকেও হাজার হাজার মানুষ এখন ওই পাহাড়ে ভিড় করছেন। মাটি কাটতে কাটতে পাহাড়ে একাংশে গভীর খাদ তৈরি হয়েছে। গ্রামবাসীদেরকে সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। বাধ্য হয়ে প্রশাসন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। দেশের খনিমন্ত্রী মুহিগিরওয়া ওই খননকার্য বন্ধের নির্দেশিকা জারি করেছেন। তবে মহামূল্যবান এই আকরিক খনিজটি পাওয়ার ঘটনা কঙ্গোতে এবারই প্রথম নয়। মাঝে মাঝেই ওই এলাকার মাটি থেকে আকরিক সোনার দেখা মেলে। আর সেই সোনা চোরা বাজারে পাচার হয়ে যায় বিভিন্ন দেশে। কিন্তু এবার এক আস্ত পাহাড় সোনা পাওয়া যাওয়াকে কেন্দ্র করে কৌতূহলের শেষ নেই। এর ফলে এই দেশের জীবন-জীবিকা আগামী দিনে সম্পূর্ণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু